মানবিক মেয়রের মানবতার মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহবানে এগিয়ে এল চট্টগ্রাম সরকারী মডেল কলেজ ছাত্রলীগ।
নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র এ আহ্বান জানান। চট্টগ্রাম সরকারী মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু জাহিদ রবিন বলেন- “নেতার বার্তা আসার সাথে সাথে আমরা মডেল কলেজ ছাত্রলীগ এক জরুরী বৈঠকের সিদ্ধান্ত নি।” কলেজ ছাত্রলীগ সভাপতি শফিউল ওমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃজিসান এর সঞ্চালনায় এই বৈঠক সম্পন্ন হয়।কলেজ ছাত্রলীগের সকল নেত্রীবৃন্দ মিলে আমরা সিদ্ধান্ত নিঃ “পথিকদের মাঝে ইফতার বিতরণীর”। কলেজ ছাত্রলীগ নেতা মোঃরাফি ও তামিম উল আলমের তত্বাবধানে গত ২৮/০৪/২০২০ থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়। প্রথমে আমরা ১০০ জনের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এই উদ্যোগ গ্রহণ করার পর আমরা বুজতে পারি মানুষ কতটা করুণ অবস্থায় জীবিকা নির্বাহ করছে,এবং কেন আমাদের রাজনীতিক অভিভাবক,আমাদের মানবিক মেয়র প্রাণের মায়া না করে যেভাবে পারে সেভাবে প্রতিটা মুহূর্ত চট্টলার অসহায় মানুষদের জন্য নিজেকে উৎসর্গ করছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে এই দুঃসময়ে ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে ধারণ করে আমাদের কলেজ ছাত্রলীগ পরিবারের প্রত্যেক নেতা-কর্মী নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সহযোগিতা করে। ধন্যবাদ জানাই আমাদের কলেজ ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি রবিউল আনোয়ার (তুষার), সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন (মারুফ) এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃআল-আমিন কে।। তাদের সহযোগিতা ছাড়া এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হত না। এছাড়া ও ধন্যবাদ জানাই আমাদের স্কুল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের।যারা প্রিয় নেতার মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে রাস্তায়,অলিতে-গলিতে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করছে। আসুন করোনা মোকাবিলায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করি এবং “মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে বুকে ধারণ করে যার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে মানুষের পাশে দাড়াই এবং বীর চট্টলার অহংকার,গণমানুষের নেতা মানবিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নান্দনিক চট্টলা কে এই করোনার ভয়াবহতা থেকে রক্ষা করি।