মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফন সম্পন্ন
মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহানপুর জামে মসজিদের সংলগ্ন মোল্লা বাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে শাহজাহানপুর গ্রামে ৪নং ওয়ার্ডে শাহজাহানপুর জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফনের আগে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ চৌধুরী, মুক্তিযোদ্ধা লোকমান মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহজাহানপুর গ্রামের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আজ বাড়িতে মারা যান।