মাদারীপুরে চ্যাম্পিয়ানশিপের জাতীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:জাতীয় চ্যাম্পিয়ানশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রবিবার (৫ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ি জেলা একাদশ। খেলার প্রথম অর্ধে খেলা গোল শূন্য শেষ হলে দ্বিতীয় অর্ধে শুরুতেই রাজবাড়ি ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা নিয়ে আসে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা গোল করে ২-১ এগিয়ে যায় কিন্তু খেলার শেষ মুহূর্তে রাজবাড়ি একাদশ গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ প্রমুখ। টুর্নামেন্টে রাজবাড়ি একাদশের ইকবাল ম্যাচ সেরা পুরস্কার লাভ করেছেন।

আগামী ১২ তারিখ রাজবাড়ি জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ি জেলা একাদশের মধ্য খেলা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিভাগীয় শ্রেষ্ট্রত্ব ধরে রেখেছেন তালা উপজেলার ইউএনও দীপা রানী সরকার

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার খুলনা বিভাগীয় পর্যায়ে কর্মদক্ষতায় সফলতা তৃতীয়বার ধরে রেখেছেন। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভ কামনা। আপনার কর্মদক্ষতা রুখতে যতবাঁধা আসুখ আপনাকে এগিয়ে যেতে হবে। তালা উপজেলা আপনার পাশে রয়েছে। তালাবাসি জানায়, ইউ,এনও দীপারানী সরকার যোগদানের পর থেকে দিবারাত্র পরিশ্রম […]

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দুপক্ষের মারামারি, আহত-১০

Share the post

Share the postকবির হোসেন রাকিব,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ীর দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।গতকাল সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম ৬নং ওয়ার্ডের মিজি কলোনী সংলগ্ন মিজি বাড়ীতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রামগতি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। স্থানীয়রা জানায়, ওহাব […]