মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জমজমাট ভেলা বাইচ প্রতিযোগিতা

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্যতিক্রমী এ আয়োজনে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ভেলা বাইচ প্রতিযোগিতা শুরুর পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলা বাইচ দেখতে আসেন। তিল ধারণের জায়গা ছিল না নদীপাড়ে। অংশগ্রহণকারী প্রতি দলগুলো কলা গাছের তৈরী ভেলা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এলাকাটিতে দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় ২০টি ভেলা নিয়ে ২০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইয়াসিন সরদার প্রথম ও জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয়ত স্থান লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা শেষে নৌকা বাইচের আয়োজন করা হয় তবে এই আয়োজন ব্যাতিক্রম। এখানে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় মাদকসেবী ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

Share the post

Share the postসোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় মাদক সেবনরত অবস্থায় আটক ৪ যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত তাদের এ সাজা দেন। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তরা হলেন— আলমগীর হোসেন (৩০), মো. আ. হান্নান […]

বিভাগীয় শ্রেষ্ট্রত্ব ধরে রেখেছেন তালা উপজেলার ইউএনও দীপা রানী সরকার

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার খুলনা বিভাগীয় পর্যায়ে কর্মদক্ষতায় সফলতা তৃতীয়বার ধরে রেখেছেন। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভ কামনা। আপনার কর্মদক্ষতা রুখতে যতবাঁধা আসুখ আপনাকে এগিয়ে যেতে হবে। তালা উপজেলা আপনার পাশে রয়েছে। তালাবাসি জানায়, ইউ,এনও দীপারানী সরকার যোগদানের পর থেকে দিবারাত্র পরিশ্রম […]