

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি :গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে মাগুরা জেলা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আকামত বিশ্বাস, তিনি একজন কৃষক।
এ ঘটনার পর এলাকায় সাপ আতঙ্ক দেখা দিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, আকমত বিশ্বাস দুপুর তিনটায় বাড়ির পাশে একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান।
ঘাস কাটার এক মুহুর্তে তাকে বিষধর সাপ দংশন করে।
পরে স্থানীয় কবিরাজের কাছে গেলে তাকে বিষ নামানোর চেষ্টা করে কিন্তু বিষ নামেতে পারে না।
পরে শরীরের অবস্থা অবনতি হলে স্থানীয় দারিয়াপুর হাসপাতালে নেওয়া হয়, কর্তব্যারত চিকিৎসক শরীরের অবস্থা ভালো না হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রিফাট করেন।