মাগুরায় যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

Share the post

 মাগুরা প্রতিনিধি : মাগুরায় সেনা ক্যাম্পের কর্মকর্তারা তাদের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-মাদকসহ ৯ জনকে গ্রেফতার করেছেন।

ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্রসহ মো. ফরিদ হাসান খান অবস্থান করছেন।

এরই সূত্র ধরে মঙ্গলবার (০৯ এপ্রিল) দিবাগত রাত ১ টায় বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহণ করে।

এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লে. ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লে. মো. শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।উক্ত অভিযানে বেশকিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,ধারালো অস্ত্র এবং মাদক সহ মো. ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে আটক করা হয়।

এ অভিযানে,চাইনিজ পিস্তল-০১ টি,ম্যাগাজিন -০১টি,ওয়ান শুটার গান-০২টি,ওয়ান শুটার গান এ্যামুঃ -০৪টি, এয়ার গান-০১টি, এয়ার গান এ্যামুঃ -২৬৪ রাউন্ড,২২এ্যামুনিশন-০৭ রাউন্ড, পিস্তল অ্যামুনিশন- ০১ রাউন্ড, চাইনিজ কুড়াল -০২ টি, চাপাতি – ০৬ টি, মদ- ০২ বোতল (কেরু এ‍্যান্ড কোং), নগদ অর্থ – ১,৪৫,০০০/- এবং ১১টি মোবাইল জব্দ করা হয়।

ঘটনাস্থল হতে সর্বমোট নয়জন আসামিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন— মো. ফরিদ হাসান খান (৫৬) পিতাঃ মৃত হাবিবুর রহমান গ্রামঃ পারলা থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. সোহেল রেজা (৩৮)পিতাঃ মৃত আঃ খালেক বিশ্বাস গ্রামঃ বন্যাতৈল থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. নূহুদারুল হুদা (৫৯) পিতাঃ মৃত নুরুল হুদা গ্রামঃ হাসপাতাল পাড়া থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. ইলিয়াছ খান (৩৩)পিতাঃ আঃ মালেক খান গ্রামঃ জামুরা থানাঃ পটুয়াখালী সদর জেলাঃ পটুয়াখালী। মো. আইনূল হোসাইন (৪৪)পিতাঃ আঃ রউফ মোল্ল্যা গ্রামঃ রাখেরা, থানাঃ শ্রীপুর জেলাঃ মাগুরা। মো. আব্দুল জলিল জুয়েল (৩৫)পিতাঃ মৃত হাফিজুর রহমান গ্রামঃ আবালপুর থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. শাহিন শেখ (২৮)পিতাঃ লাল মিয়া শেখ গ্রামঃ মাগুরা থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮) পিতাঃ নুরুল আলম গ্রামঃ মোহাম্মদপুর থানাঃ আদাবর জেলাঃ ঢাকা। কাজী আরিফুল হক (৪৫) পিতাঃ মৃত আনারুল হক গ্রামঃ ভায়না থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা।

সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানানো হয়েছে— ফরিদ হাসান খান বর্তমানে অত্র মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]