মহামারী করোনা ভাইরাস এর মধ্যে জীবিকার তাগিদে একজন সচেতন দোকানদার

Share the post

তৌহিদুল ইসলাম(রাঙ্গুনিয়া প্রতিনিধি): কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ লকডাউনের কারণে ঘরবন্দী হয়ে পড়েছে৷ দৈনন্দিন জীবন এলোমেলো, কমবেশি সবাই সামাজিক দূরত্ব বজায় রাখছে।তবে সংকটময় এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের পরিবেশবান্ধব অভ্যাসগুলো ত্যাগ না করি, সেটা বরং আমাদের উপকারেই আসবে৷ বিশ্বের কাছে একেবারে নতুন এই ভাইরাসের ওষুধ এখনো আবিষ্কার হয়নি৷ তাই আমাদের ঘরে থেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নীতি মেনে চলে এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হবে৷ তবে জীবিকার তাগিদে নিরুপায় হযে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। তেমন‌ই একজন ধামাইর হাট এর সাইফুল। তবে তিনি যথেষ্ট সচেতনতা অবলম্বন করছেন। প্রত্যেক কাস্টমার তার দোকানে আসার পর প্রথমে তাকে তিনি নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করে দেন এবং কাস্টমার চলে যাওয়ার পরও দোকানের সামনের অংশ স্প্রে করে দেন।এছাড়াও জীবাণুমুক্ত রাখতে তার দোকানের আসবাবপত্র তিনি নিয়মিত জীবাণুনাশক স্প্রে করে।

যদি কোন কাস্টমার তার আসবাবপত্র সমূহ ব্যবহার করে কাস্টোমার ঐ স্থান ত্যাগ করার সাথে সাথে তিনি পুনরায় আসবাবপত্র সমূহকে জীবাণুনাশক স্প্রে করে দেন। যদি কেউ তার দোকানে মাক্স ছাড়া পণ্য ক্রয় করতে আসে তাহলে সে কাস্টমারকে মাক্স ব্যবহারে উৎসাহিত করেন। এ বিষয়ে তিনি বলেন: আমার কাছে মাক্স ছাড়া অনেক পরিচিত কাস্টমার আসে। আমি তাদের অনেক বকাঝকা করি। এবং মাক্স ব্যবহারে উৎসাহিত করি। যদি আমার খারাপ ব্যবহারে দুই একজন সচেতন হয় তাহলে সেটা সমাজের উপকারে আসবে। এবং আমি নিজে সচেতন থাকি কারণ আমারও পরিবার আছে। যদি কোন কাস্টমার থেকে আমি সংক্রমিত হয় তাহলে আমার পরিবার আমার থেকে সংক্রমিত হবে তাই আমি যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি । আমি মনে করি প্রত্যেক মানুষের সচেতন হওয়া দরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]