মহামারি করোনা বিরাজকালে চট্টগ্রামের গরীব অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসুন
আপনারা তো সকলেই জানেন এখন দেশের পরিস্থিতি কি পর্যায়ে এসেছে।
জনসমাগম কম হওয়ার কারণে আর দেশে লকডাউন এর জন্যে আজ আমাদের দেশের দিনমজুর আর রিক্সাওয়ালা ভাইরা তাদের পরিবারের জন্য খাদ্যের যোগান দিতে পারছেন না। চলুন না আমরা আমাদের মানবিকতার পরিচয় দিয়ে ওনাদের খাদ্যের অভাবটা পূরণ করি।আমরা তরুণরাই পারি এই ছোট মহান কাজটিকে সফল করতে…
আমাদের এই উদ্যোগটি নেওয়া হয়েছে আমাদের কয়েকজন ভাই ব্রাদার্স মিলে, পুরো চট্টগ্রাম থেকে আমরা সাহায্য নিবো বলে গ্রুপ খুলিনি, আমাদের ফেইসবুকে পরিচিত যারা আছেন তারা সহ মিলে আমরা কাজটি করবো, শেয়ার করবেন সব পোস্ট।কেউ যদি নিজ ইচ্ছায় আমাদের পরিচিতদের বাইরে সাহায্য করতে চায় তবে স্বাগতম! উল্লেখ্য যে, আমরা বড় সংঘটনের উদ্যোগে কাজটি করছিনা, কাউকে দেখানোর জন্যও করছিনা কারণ আমরা অধিকাংশই ছাত্র ছাত্রী। তাই বড় কোন সংঘটন না বিধায় বিকাশ থেকে মার্চেন্ট নাম্বার ও খুজার মতো যোগ্যতা ও সামর্থ্য আমাদের নেই। তাই নিজস্ব পার্সোনাল বিকাশ নাম্বারে আমরা অনুদান গুলো সংগ্রহ করবো। কারণ বর্তমান অবস্থায় ঘরের বাইরে বের হয়ে অনুদান সংগ্রহ করা সম্ভব না সবার সুস্থতার কথা চিন্তা করে। তাই আমরা ঘরে বসেই সব সংগ্রহ করবো, যাচাই করে দেখলাম বিকাশে সেন্ড মানি হয় সর্বনিম্ন ১০টাকা, যদি ১টাকা হতো তবে ১টাকাও দিতে পারতেন কিন্তু আমাদের মার্চেন্ট নাম্বার নেই বিধায় সর্বনিম্ন ১০টাকা সেন্ড মানি করতে পারবেন, যাদের বেশি দিতে ইচ্ছে হবে তারা বেশি দিবেন, এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। আশা করি কমপক্ষে ১০টা টাকা দেওয়ার মতো অনেকজন কে পাবো, এই ১০টাকায় কারো হয়তো অন্ন যোগাবে! আমরা কয়েকটি বিকাশ নাম্বার দিবো নাম সহ, যে যার পরিচিত মানুষের বিকাশে অনুদান পাঠাতে পারবেন এবং আমরা একটা অনলাইন ফরমের মাধ্যমে আপনারা যারা টাকা পাঠাবেন তাদের নাম,মোবাইল নাম্বার এবং অনুদানের পরিমান লিপিবদ্ধ করবো এবং মোট অনুদান ও মোট খরচ সব আপনাদের সামনে ডকুমেন্টস আকারে প্রেরণ করবো।
আমাদের বিকাশ নাম্বার গুলো দেওয়া হলো —
রুমি বিশ্বাস – ০১৮৫৮১৬৫৩৭২ ( বিকাশ পার্সোনাল)
সৈকত দাশ – ০১৮৩৪১৪০০০৭ (বিকাশ পার্সোনাল)
রোমান দাশ – ০১৮২৭৮৭৫৫৪৪ (বিকাশ পার্সোনাল)
মোহাম্মদ আরাফাত – ০১৬৭৯৬৫৪৪৫৮ (বিকাশ পার্সোনাল)
অন্তিক দাশ – ০১৬২৯৬১৯৮৪৭ ( বিকাশ পার্সোনাল)
তন্ময় সেন গুপ্ত – ০১৮৫৫৩১৯৯৭৭ (বিকাশ পার্সোনাল)
চৌধুরী রাজেশ বড়ুয়া – ০১৬৩১৩৮১৫৯৭ ( বিকাশ পার্সোনাল)
টিটু দাশ (শ্রাবণ)- ০১৬২৭৯৬২৭৪০ (বিকাশ পার্সোনাল)
বিঃদ্রঃ – সবাই চাইলে যে যার পরিচিত তার বিকাশে টাকা পাঠাতে পারেন, এখানে ৮জনের নাম আর তাদের বিকাশ নাম্বার দেয়া হয়েছে। সর্বনিম্ন ১০টাকা পাঠাতে পারবেন এবং সেন্ড মানির মাধ্যমে কারণ আমাদের সব নাম্বার বিকাশ পার্সোনাল। আর ১০টাকার চেয়ে বেশি দিতে ইচ্ছে হলেও দিতে পারবেন,এটি আপনাদের ইচ্ছের উপর নির্ভর!