মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, আইএইচটি বরিশাল এর শ্রদ্ধা নিবেদন

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধি) “মাতৃভাষা বুকের ভাষা, মায়েরই সমান ভাষার জন্য যুদ্ধ হয়েছে, রেখেছে দেশের মান!! ভাষার জন্য যেসকল ভায়েরা জীবন করিল দান তাঁদের স্মরণে গেয়ে যাই মোরা মাতৃভাষায়র গান!” আজ ২১শে ফেব্রুয়ারী, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, আইএইচটি বরিশাল এর সম্মানিত অধ্যক্ষ ডাঃএইচএম সাইফুল ইসলাম স্যার এর নেতৃত্বে, উপাধ্যক্ষ ডাঃ শুভংকর বাড়ৈ স্যার,সহকারী পরিচালক ডাঃ আলতাফ হোসেন, ডাঃ হুমায়ূন কবির স্যার,অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আইএইচটি ক্যাম্পাসের শহীদমিনার ও বরিশাল কেন্দ্রীয় শহীদমিনারে ভাষাশহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।