ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ীতে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ ক্রাউন এ্যাপারেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ পুলিশের কাঁদানে গ্যাস থেকে জীবন বাঁচাতে দৌড়ে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ীতে ক্রাউন এ্যাপারেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ পুলিশের কাঁদানে গ্যাস থেকে জীবন বাঁচাতে দৌড়ে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, আজ ০৬ মার্চ (সোমবার) ছুটি বর্ধিত করা হলে তা ক্রাউন এ্যাপারেলে সকল শ্রমিক কর্মীর না জানায় তারা আজ কর্ম স্থলে আসে।

ছুটি জানতে পারার পর তাদের বেতন পরিশোধ করার জন্য আন্দোলন শুরু করে।এসময় পুলিশ এসে বাঁধা দিলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। তখন শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষ এড়াতে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়ার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।পুলিশের কাঁদানে গ্যাস থেকে জীবন বাঁচাতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে দিলে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু হয়।
