

মোঃ রাজু আহমেদ নীলফামারি জেলা প্রতিনিধি: ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়ানক সেই গ্রেনেড হামলার ১৪ বছর পূর্ণ হলো। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ’ মানুষ। আহতদের যারা বেঁচে আছেন তারাও প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করছেন। এদের মধ্যে অনেকেই চিরদিনের মতো পঙ্গু হয়ে গেছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। আজও তাদের পরিবারের সদস্যরা মানবতার জীবন যাপন করছেন। সেই ২০০৪ সালের ২১-শে অগাস্টের কথা আজ-ও বাংলার মানুষ ভুলিনি।