ভোলায় জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে হারমেটিক সাইলো ব্যবহারের ওপর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। উপস্থিত ছিলেন সরেজমিন উইং-এর উপপরিচালক (মনিটরিং) ড. মো. আবু জাফর আল মুনসুর, জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ এবং ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মো. কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মাক।

বক্তারা বলেন, হারমেটিক সাইলো ব্যবহারে ধানের গুণগত মান রক্ষা, পোকামাকড় ও আর্দ্রতার ক্ষতি প্রতিরোধ এবং সংরক্ষণ খরচ কমানো সম্ভব। অনুষ্ঠানে কৃষক, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে, আখাউড়া থেকে সুলতানপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৬ […]