ভোলায় গ্রামীণ উদ্যোক্তাদের জন্য মাছের পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণের উদ্বোধন

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলায় তিন দিনব্যাপী ‘মূল্য সংযোজিত রেডি-টু-ইট মাছের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।

জিজেইউএস-এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম নওশাদ আলম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপক মেহেদী হাসান ওসমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক অরুণ কুমার সিংহ।

প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো স্থানীয় মৎস্য উদ্যোক্তাদের মূল্য সংযোজিত মাছের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের আধুনিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদী।

উদ্বোধনী বক্তব্যে ড. নওশাদ আলম বলেন, “মাছের পণ্যের মূল্য সংযোজন শুধু আয় বৃদ্ধি করবে না, বরং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে। এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

পিকেএসএফ-এর প্রতিনিধি মেহেদী হাসান ওসমান বলেন, “গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। আমরা এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে পিকেএসএফ-এর ১৫টি সহযোগী সংস্থার মৎস্য কর্মকর্তা ও মৎস্য উদ্যোক্তাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচি আগামী তিন দিন ধরে চলবে, যেখানে বিশেষজ্ঞরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, […]

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

Share the post

Share the postইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে […]