ভোলায় কেয়ারগিভিং ও ড্রাইভিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১,ভোলা : ভোলায় ‘কেয়ারগিভিং ও ড্রাইভিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র ও টুলস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে মঙ্গলবার, ১৪ মে ২০২৫, জিজেইউএস-এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রকল্পভুক্ত পরিবারের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল এবং পিপিইপিপি ইইউ প্রকল্পের সমন্বয়কারী ও উপ-পরিচালক মো. আবুবকর। স্বাগত বক্তব্য প্রদান করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেইউটিটিআই-এর প্রশিক্ষক ববিতা আক্তার।

প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই প্রশিক্ষণ প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, […]

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন […]