ভোলায় অস্ত্র, গুলি ও জাল নোটসহ ৩ কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্ট গার্ড
মোঃ সামিরুজ্জামান , প্রতিনিধি, :ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরে বিশেষ অভিযান চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এই অভিযান পরিচালনা করে। অভিযানে মদনপুর চরের একটি নির্জন স্থান থেকে ডাকাতদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। তারা সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের স্থায়ী বাসিন্দা।
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৯টি এক হাজার টাকার জাল নোট।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেকাংশে উন্নত হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।