ভোটযুদ্ধের জন্য প্রস্তুত ঢাকা, জয়-পরাজয় নিয়ে আ.লীগ-বিএনপিতে নানা সমীকরণ
সব প্রস্ততি শেষ। দুই সিটিতে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত ঢাকা। ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। জয়-পরাজয় নিয়ে আওয়ামী লীগ বিএনপিতে নানা সমীকরণ। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
ব্যস্ততার চিরচেনা নগরী হঠাৎই শুনশান। থেমেছে প্রচারণার ডামাডোল ভোটের জন্য প্রস্তুত মেগাসিটি ঢাকা।
দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটাররা নির্বাচিত করবেন, আগামীর নগর অভিভাবককে।
ঢাকা উত্তর সিটিতে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর দক্ষিণে এই সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪।
দক্ষিণের চাইতে উত্তর সিটিতে ভোটার বেশি হলেও ওয়ার্ড সংখ্যা কম। উত্তরে সাধারণ ওয়ার্ড ৫৪ টি; যার বিপরীতে সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১৮ টি। আর দক্ষিণে ৭৫ টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৫ টি সংরক্ষিত ওয়ার্ড।
উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৮৭৬টি। দক্ষিণে ১ হাজার ১৫০টি কেন্দ্রের ৭৫১টি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকের ভোটে দুই সিটিতে নেই স্বতন্ত্র কোনো মেয়র প্রার্থী। মেয়র পদে লড়বেন ৮টি রাজনৈতিক দলের ১৩ জন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগ বিএনপির প্রার্থীরা।
এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
ভোট ঘিরে নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে পুরো নগরে। চলছে র্যাব বিজিবির টহল। শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচনি এলাকায়।