ভিক্ষুকদের জন্য বৃহস্পতিবার আনন্দের দিন সৈয়দপুরে
মোঃ মাইনুল হক বিভাগীয় প্রধান রংপুর: নীলফামারী জেলার, সৈয়দপুর পৌরসভা এলাকায়, ব্যবসায়িক এলাকা সবাই জানে বৃহস্পতিবার দিনটা কে বেছে নিয়ে থাকে, এই দিনে সব ভিক্ষুকদের ভিক্ষা প্রদান একটি নিয়মে পরিনত হয়েছে।অনান্য দিনের তুলনায় এই দিনে প্রচুর ভিক্ষুক সমাগম ঘটে। তাই আশেপাশের বিভিন্ন উপজেলার ভিক্ষুকরা ভিক্ষা নিতে সৈয়দপুরে চলে আসে।হাজারী, চওড়াবাজার, তরনীবাড়ি, তারাগন্জ, দেবিগন্জ, ডোমার, ফুলবাড়ি, বিন্নাকুড়ি, এ রকম বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভিক্ষুক আসে । তারাও কেউ বাসে, ট্রেনে, অটোরিক্সা ভ্যানে সৈয়দপুরে আসে। কেউ সন্তানের খরচ, খাবার কাপড়, পড়ালেখার খরচ তুলতে আসে। ব্যাবসায়ীরা ২ টাকা থেকে শুরু করে চরিত্র ভেদে ৫০০ টাকা ভিক্ষা প্রদান করে। এরা অনেকে জমি জমার কাজ, বাসা বাড়ির কাজ করে, কেউবা এই দিনটার অপেক্ষায় বসে থাকে। এক এক জন ভিক্ষুক ৫০০ থেকে ২০০০ টাকা আয় করে। এটি দিয়ে তাদের পুরো ৬ দিন পার হয়। আবার অপেক্ষায় থাকে কবে বৃহস্পতিবার আসবে। দেশের অনেক জায়গা ভিক্ষুক মুক্ত ঘোষনা করেছে। এ সব ভিক্ষুকদের শারীরিক সক্ষমতার উপর বিবেচনা করে কর্মসংস্হান, পূর্নবাসন স্হায়ী সমাধান করা যেতে পারে।