

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে জনমনে। উপজেলার মেদুয়ারী, মল্লিকবাড়ি ও উথুরা ইউনিয়নে বিরতিহীন চলছে ডাকাতদের আনাগোনা।
এসব এলাকায় মসজিদের মাইকে প্রতিনিয়ত চুরি ও ডাকাতির প্রবণতায় জনসাধারণকে তৎপর থাকার ঘোষণা দেওয়া হচ্ছে। এমন অস্থিতিশীল পরিস্থিতি থামাতে ভুক্তভোগীরা রাত জেগে জানমালের কড়া পাহাড়া অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের টহলদারি বাড়িয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতনমহল।