ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Share the post
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় আওয়ামী নৈরাজ্যের অপচেষ্টা, চাঁদাবাজি, দালালির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কাচিনা ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিডস্টোর- বাটাজোর, বাটাজোর- সখীপুর সড়ক সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ সোনার বাংলা ডিগ্রি কলেজ রোড মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য হালিম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য রাজ্জাক এম এ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সোহরাব হোসেন মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ইমরুল তালুকদার, বিএনপি নেতা হাসমত মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকবৃন্দ, এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, ভালুকা উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুল ইসলাম, ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য হুমায়ুন আহমেদ, যুবদল নেতা একাব্বর হোসেন মন্ডল, ইঞ্জিনিয়ার সোহেল রানা, কৃষকদলের সদস্য সচিব মো: হান্নান, শ্রমিকদল নেতা রমজান শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মোফাজ্জল, দেলোয়ার, শরীফ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোল্লা, সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, সোনার বাংলা ডিগ্রী কলেজের সদস্য সচিব ফরহাদ রেজা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উদয়, সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল প্রমুখ।
এসময় বক্তারা আওয়ামী সন্ত্রাসবাদ, নৈরাজ্যের প্রতিবাদ জানান। তারা ৫ আগস্টের পর বিএনপির পরিচয়ে নব্য হাইব্রিড যারা বিভিন্ন স্থানে দালালি, চাঁদাবাজি, দখলবাজি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। দীর্ঘদিন ধরে জেল জুলুমের শিকার ত্যাগী এসকল নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, দখলবাজ, দালালের স্থান নেই।
এসময় ইউনিয়নের সকল ওয়ার্ড হতে আগত শত শত বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]