ভারতকে হারিয়ে বিশ্বকাপ বাংলাদেশের

সাউথ আফ্রিকা: ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা…’। ভারতের কাছে বাংলাদেশ জাতীয় দলের এশিয়া কাপের ফাইনালে হার, নিদাহাস ট্রফির ফাইনালে হার। বিশ্বকাপে, চ্যাম্পিয়নস ট্রফিতে নকআউটে হেরে বিদায়। যুবাদেরও ভারতের কাছে হারের ক্ষত কম নয়। এশিয়া কাপের ফাইনালে হৃদয় ভেঙেছে তাদের। দেনার কথা উঠতেই তাই ‘শুধিতে হইবে ঋণ’ কথাটিও চলে আসে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেই ঋণ শোধ করল। ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো টাইগাররা। প্রথমবারের মতো ফাইনালে উঠে দেশকে এনে দিলো বিশ্বকাপ।