ব্রাহ্মণবাড়িয়ায় ৮ হাজার ৯৭৪ প্রবাসী হোম কোয়ারেন্টিনে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮ হাজার ৯৭৪জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এনিয়ে মহানগর স্পেশাল ব্রাঞ্চ জেলার নিরাপত্তা শাখাকে সাড়ে চারশ পাতার একটি তালিকা দিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। একই সাথে, সব থানা ও প্রশাসনের অধিনস্ত বিভাগকেও বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন জানান, সরকারি নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, হবিগঞ্জে লাখাই উপজেলায় ফ্রান্স ফেরত এক প্রবাসী দুই সপ্তাহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও মানেনি। গত সোমবার তিনি বিয়ে করেন। পরে নতুন স্ত্রীসহ ৯ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।