

মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার বেলা ১১ টায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী আলেম-ওলামাদের রক্ত ঝড়িয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ড ঘটানো হয়েছে। ১৬ জনকে খুন করা হয়েছে। তাকে ফাঁসিতে ঝুলাতে হবে।তারা আরোও বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতা-কর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্ন্তবর্তী সরকার গঠন হয়েছে। তাই অর্ন্তবর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বরের হত্যাকান্ডসহ ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের উপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে উপস্থিত করে দ্রুত বিচার কার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান।