

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা হাজতি সামির খান-(২৫) মারা গেছেন (হাজতি নং- ৫৬৭১/২৫)। শুক্রবার সকাল ৮ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিজয়নগর থানায় একটি মামলা আছে। মামলা নং-৩৩, তারিখ ২১/০৬/২০২৫ইং।
কারা সূত্র জানায়, একটি ডাকাতি ও হত্যা চেষ্টা মামলায় আসামী হিসেবে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতবাস করছিলো।
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তার প্রচন্ড জ্বর উঠে ও তার রক্তচাপ কমে যায়। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫ টার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মোঃ ওবায়দুর রহমান বলেন, ছামির খান একটি ডাকাতি ও হত্যা চেষ্টার মামলার আসামী হিসেবে কারাগারে হাজতি ছিলেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।