বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন (রবিবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা মারুফ এলাহী রোকন, রফিক উদ্দিন, সৈয়দ নাজু আহমেদ পাভেল, পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল আজিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম আজম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেবল হোসেন বাহাদুর, মো. ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুদ্দিন, পৌর আ.লীগ নেতা শফিউল আলম, ছাত্রনেতা সৈয়দ আরমান, মিজান উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে এবছর বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড ও রাজনৈতিক নেবৃবৃন্দদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণের উদ্যেগ নেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।