বোয়ালখালী কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হোসাইন এর ইন্তেকাল
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল হোসাইন (৫৩ ) নগরীর একটি হসপিটালে ২৮ মে বৃহস্পতিবার সকালে ইন্তেকালে করেছেন ইন্নানিল্লাহে…….রাজেউন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আলহাজ্ব এস এম আবুল কালাম, (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব রফিক তালুকদার, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান। এছাড়াও মাদ্রাসা পরিচালনা পরিষদ, সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠন পূর্বাশার আলোসহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন। বিকেল ৫ টায় উপজেলার আহলা শেখ চৌধুরী পাড়া গ্রামের নিজ বাড়িতে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য শুভাঙ্খাকি রেখে গেছেন।