বোয়ালখালীতে সাংবাদিকদের সহায়তায় হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক সংকট নিরসন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলায় হসপিটাল, এ্যাম্বুলেন্স সেবাসহ নানামুখি সেবার মান নিয়ে এমনিতেই এলাকাবাসির অভিযোগের শেষ নেই। এছাড়াও রয়েছে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য-কমপ্লেক্সের বিরুদ্ধে। তার উপর বর্তমানে করোনা দুর্যোগে এ্যাম্বুলেন্সের চাহিদা বাড়ায় চালক সংকটে হিমসীম খেয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনের সময় কাঙ্খি সেবা না পেয়ে ক্রমেই ফুঁসে উঠছিল এলাকার মানুষ। এমন পরিস্থিতিতে সহায়ক হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাড়াঁলেন স্থানীয় কয়েকজন সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। তারা স্থানীয় ১১ জন চালকের তালিকা করে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জমা দিয়েছে। ডাক পেলেই যারা করোনা দুর্যোগের সময় রোগী পরিবহণে হাসপাতালের সহায়ক হিসেবে শ্রম দিয়ে যাবে। গত সোমবার দুপুরে স্বাস্থ্য-কমপ্লেক্সের অফিস কক্ষে তালিকা হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কার্যকরি সদস্য মোঃ ইয়াছিন চৌধুরী প্রমূখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান বলেন, আমাদের নতুন পুরাতন মিলিয়ে ২টি এ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু বিপরিতে চালক রয়েছে মাত্র একজন। আবার তাকে অনেক সময় ডাক্তার ও স্যাম্পল পরিবহণে ব্যস্ত থাকতে হয়। তাই রোগীদের চাহিদামত সেবা দেয়া অনেক সময় সম্ভব হয়ে উঠে না। দুর্যোগ মুহুর্তে যদি স্থানিয়ভাবে সংগৃহীত এসব চালকদের সহায়তা পাওয়া যায় তাহলে রোগী পরিবহণের এ সংকট সাময়িকভাবে কাটিয়ে উঠা সম্ভব হবে বলে মনে করি। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নুরুল আলম ও স্থানিয় সাংবাদিকদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]