বোয়ালখালীতে নতুন করে আরো ১জন করোনায় আক্রান্ত।
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালীতে আরো ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত রোগীর নাম হোসাইন মাহমুদ পাভেল, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি। জানা যায় আক্রান্ত ব্যাক্তি চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছিল। অসুস্থতা বোধ করায় ০৬ মে স্যাম্পল প্রদান করে। এরপর ১০ মে সে শ্রীপুর খরনদ্বীপস্থ নিজ বাড়িতে চলে আসে এবং আলাদা ঘরে অবস্থান করে। ১২ মে রাতে ফোনের মাধ্যমে সে তার টেস্ট রেজাল্ট পজিটিভ বলে জানতে পারে।

স্যাম্পল দেয়ার সময় তার শহরের ঠিকানা ব্যবহার করায় এ বিষয়টি সম্পর্কে উপজেলা প্রশাসন অবহিত ছিল না বলেও জানা যায়। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তাসহ তার বাড়ি সরেজমিন পরিদর্শন করি। বর্তমানে তার অসুস্থতার কোন লক্ষন না থাকায় উপজেলা স্বাস্ব্য ও পরিবার কল্যান কর্মকর্তা কর্তৃক তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। আগামী ১৬ মে পুনরায় তার স্যাম্পল কালেকশন করা হবে। এর মধ্যে কোন ধরণের অসুস্থতা বোধ হলে সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। একই সাথে তার পরিবারের অন্যান্য সদস্যদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পরিবারটির যে কোন প্রয়োজনে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া তিনি সুস্থতার জন্য সবাইকে ঘরে থাকতে বলেন।