বেলারুশিয়ান বিরোধী দলীয় নেতা সের্গেই টিখানভস্কি ১৮ বছরের কারাদণ্ড

Share the post

আর্ন্তজাতিক ডেক্স: বেলারুশিয়ান বিরোধী দলীয় নেতা সের্গেই টিখানভস্কি যিনি দেশটির প্রশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাকে ১৮ বছরের জন্য জেলে পাঠানো হয়েছে।

বেলারুশিয়ান বিরোধী দলীয় নেতা সের্গেই টিখানভস্কি যিনি দেশটির প্রশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাকে ১৮ বছরের জন্য জেলে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সের্গেই টিখানভস্কিকে দাঙ্গা সংগঠিত করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। বিবিসি জানিয়েছে, ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লুকাশেঙ্কোকে বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তবে বিবিসি জানিয়েছে ভোটের আগে তাকে আটক করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে সের্গেই টিখানভস্কির স্ত্রী স্বেতলানা তিখানভস্কায়া জানান সের্গেই টিখানভস্কি ওই ভোটে বিজয়ী দাবি হয়েছিলেন। তবে লুকাশেঙ্কো সেই জয় ছিনিয়ে নিয়েছেন।স্বেতলানা তিখানভস্কায়া জানান নিরাপত্তার ভয়ে ভোটের পরের দিন তার সন্তানদের সাথে নির্বাসনে যেতে বাধ্য হন।

টিখানভস্কায়া একটি টুইটে লিখেছেন ” ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে রাজনৈতিক বন্দীদের বিচার করা হচ্ছে। তাদের প্রতি দমন-পীড়ন চালিয়ে যাওয়ার হচ্ছে। পুরো বিশ্ব দেখছে কি ঘটছে। তবে যাই হোক না কেন আমরা থামব না,”।

বেলারুশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলের একটি আদালতে এই রায় দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদপত্র সোভেটস্কায়া বেলারুশ জানিয়েছে টিখানভস্কির পাশাপাশি পাঁচ বিরোধী দলীয় ব্যক্তিদেরও বিচার করা হয়েছে। তাদের ১৪ থেকে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ মিকোলা স্ট্যাটকেভিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তারা প্রত্যেকেই লুকাশেঙ্কোর নির্বাচনে জয়কে মেনে নেননি। সেই সঙ্গে এই নির্বাচনকে জালিয়াতির নির্বাচন বলে অভিহিত করেছিলেন। লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Share the post

Share the postপঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা […]

রাবির ইংরেজি বিভগের নারী শিক্ষার্থীকে হেনস্তা : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আল্টিমেটাম

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের ঘটনার পুলিশ ২৪ ঘন্টা সময় চেয়েও আসামি তন্ময়কে গ্রেপ্তার করতে না  পারায় ২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল (১২মার্চ) কাজলার পুলিশ ফাড়ি সংলগ্ন বিশ্ববিদ্যালয় গেটের সামনে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের […]