

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রইচ উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও সাধারন জনতা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।