বেকারদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেবে জনতা ব্যাংক

Share the post

ঢাকা : দেশে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জনতা ব্যাংক ‘মুজিব বর্ষ স্মারক ঋণ’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর আওতায় শিক্ষিত দরিদ্র বেকার যুবক-যুবতীদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক বিশেষ এই ঋণ কর্মসূচি চালু করছে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে ‘মুজিব বর্ষ স্মারক ঋণ’ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। চলতি বছর এটি চালু হলেও পরবর্তীতে এই ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে।

জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুস সালাম আজাদ বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমূক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক দর্শন ছিল, সেটাকে সামনে রেখে মুজিব বর্ষে আমরা এই ঋণ কর্মসূচি চালু করতে যাচ্ছি। শিক্ষিত দরিদ্র যুব জনগোষ্ঠীকে আত্ব-নির্ভরশীল হিসেবে গড়ে তোলাই ঋণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।’

তিনি জানান, ঋণ কর্মসূচির আওতায় ঋণ গ্রহীতা সহজশর্তে সর্বোচ্চ ২ লাখ টাকার ঋণ নিতে পারবেন। পাঁচ বছরের মধ্যে ৬০ কিস্তিতে তাকে ঋণ পরিশোধ করতে হবে।

ঋণ গ্রহীতাকে ঋণ গ্রহণের সময় ব্যাংকে এসএসসি পাসের সনদ জমা রাখতে হবে অর্থ্যাৎ ঋণগ্রহীতাকে ন্যুনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া ঋণগ্রহীতার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩৫ বছর।

আবদুস সালাম বলেন,জাতির পিতার শততম জন্মদিনে অন্তত এক’শ ঋণগ্রহীতার হাতে ঋণের অর্থ তুলে দিতে চাই। সারাদেশে সকল শাখা থেকে এই ঋণ বিতরণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, ঋণগ্রহীতা যুবক-যুবতী ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা,মাছের বা মুরগীর খামার, গরু পালনসহ অন্যান্য কৃষি উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে। এর মাধ্যমে শিক্ষিত যুবকরা যেমন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং কর্মসৃজনের সুযোগ তৈরি হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]