বৃহস্পতিবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

Share the post
ঢাকা: আকাশ মেঘলা থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৯ জানুয়ারি) হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও (৩০ জানুয়ারি) আবহাওয়ার বিদ্যমান অবস্থা বিরাজ করবে, তাপমাত্রা বাড়বে বা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালের দিকে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে যায় আকাশ। ঢাকার বিভিন্ন স্থানে দু’এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে বেলা ১১টার দিকে।


আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ বাংলানিউজকে বলেন, বুধ ও বৃহস্পতিবার আবহাওয়ার বিদ্যমান অবস্থা বিরাজ করবে। এরপর থেকে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা বাড়বে।
তবে আকাশে মেঘ থাকার কারণে দু’দিন পর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ওই আবহাওয়াবিদ।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়া রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আর ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে ১৪ দশমিক ৪, সিলেটে ১২ দশমিক ৫, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৫ ও বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]