বিশ্বে ফাইভজির বাজারে সেরা ও ১ম স্থানে আছে হুয়াওয়ে ২য় স্থানে স্যামসাং

অনলাইন ডেস্ক: ফাইভজি ফোন বিক্রির দৌঁড়ে সবাইকে টেক্কা দিয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। দ্বিতীয় স্থানে আছে স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ফাইভজি ফোনের ৩৬ দশমিক ৯ শতাংশ বাজার দখলে রেখেছে হুয়াওয়ে। তাদের বিক্রি হয়েছে ৬৯ লাখ ফাইভজি ফোন। ট্রাম্প সরকারের নিষেধাজ্ঞা থাকায় তারা গুগলের কোনো অ্যাপ ফোনে দিতে পারেনি। তবে চীনের ক্রেতাদের কাছে ব্যাপারটি গুরুত্ব পায়নি। ফলে হুয়াওয়ের প্রায় সব ফাইভজি ফোনই বিক্রি হয়েছে চীনে। তাদের সর্বাধিক বিক্রিত ফাইভজি ফোনের তালিকায় আছে মেট ২০ এক্স ফাইভজি ও মেট ৩০ প্রো ফাইভজি। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা না থাকলে হুয়াওয়ের ধারে কাছেও কেউ থাকত না। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে আছে ৩৫ দশমিক ৮ শতাংশ বাজার। ২০১৯ সালে তারা ৬৭ লাখ ফাইভজি ফোন বিক্রি করে। তবে শুধু নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় নয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তাদের ফোন বিক্রি হয়েছে। তাদের সর্বাধিক বিক্রিত ফাইভজি ফোন হলো গ্যালাক্সি নোট ১০ ফাইভজি ও এস১০ ফাইভজি। ১০ দশমিক ৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে ভিভো। তারা বিক্রি করেছে ২০ লাখ ফোন। ৬ দশমিক ৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শাওমির অবস্থান চতুর্থ। তারা বিক্রি করেছে ১২ লাখ ফাইভজি ফোন। ফাইভজি ফোনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও এতে যোগ দিতে পারেনি অ্যাপল। সেপ্টেম্বর,২০২০ এর আগে তাদের কোনো ফাইভজি ফোন বাজারে আসবে না।