বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশনে এক সন্তানের জননী

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বিয়ের দাবিতে অনশন করেছেন এক সন্তানের জননী এক নারী। এসময় তিনি বিয়ে না করলে যুবকের বাড়িতেই আত্নহত্যার হুমকি দেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁনভাষা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. তারেককে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেন ওই নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ঢাকায় গার্মেন্টেসে কাজ করার সুবাদে তারেকের সাথে পরিচয় হয় ওই নারীর। পরবর্তীতে তাকে নিজের অধীনে কাপড় কেনাবেচার কাজ দেন তারেক৷ এরই সুবাদে দুজনের সম্পর্ক গড়ায় প্রেমে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ ওই নারীর। বিয়ের চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বৃহস্পতিবার তার বাড়িতে অনশন করেন তিনি।

ওই নারী বলেন, গত সাত মাস ধরে একই বাড়িতে আমাকে নিয়ে বসবাস করতো তারেক। এসময় বিয়ের প্রতিশ্রুতি দিলে আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়। এখন বিয়ের কথা বললে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। তাই বাধ্য হয়েই অনশনে এসেছি। আমাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্নহত্যা করব৷

এর আগে আরও দুবার বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে আসলে আমাকে তারেকের মা বেধড়ক মারধর করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী বিষয়টির সুরাহা করে দিব বলে পাঠিয়ে দেয়।
অনশনে যাওয়া নারীর সাড়ে তিন বছরের একটি সন্তান রয়েছে। গত তিন বছর আগে পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয় তার। এদিকে, ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও দুজনের মধ্যে কোন প্রেম ছিল না বলে দাবি অভিযুক্ত যুবক তারেকের। তার দাবি, কাজের সুবাদেই তারা দুজনে এক বাসায় থাকতেন।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল […]

আলজেরিয়ায় আম চাষের সকল সুযোগ দিবে দেশটি: রাষ্ট্রদূত

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় তারা। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও […]