

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার খুলনা বিভাগীয় পর্যায়ে কর্মদক্ষতায় সফলতা তৃতীয়বার ধরে রেখেছেন। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভ কামনা। আপনার কর্মদক্ষতা রুখতে যতবাঁধা আসুখ আপনাকে এগিয়ে যেতে হবে। তালা উপজেলা আপনার পাশে রয়েছে। তালাবাসি জানায়, ইউ,এনও দীপারানী সরকার যোগদানের পর থেকে দিবারাত্র পরিশ্রম করেন তালার উন্নয়ন সহ তালাবাসি কে ভাল রাখার জন্য। তিনি শক্ত হাতে হাল ধরে রেখেছে। তালার মানুষ তার কাছে কোন সমস্যা নিয়ে গেলে তিনি অসহায় মানুষের কথা শুনেন এবং তাদের প্রতিকারের ব্যাবস্হা করেন।
সকল শ্রেনী পেশার মানুষ তার কাছে যেয়ে দুইটা মনের কথা বলতে পারে।নিরঅংকার মানুষ তিনি। মানুষের কল্যানে নিবেদিত হয়ে কাজ করছেন তিনি।