বিটিভিতে সিআইডি প্রধানের দেশ বাসি কে সচেতন হওয়ার ও গুজবে থেকে সাবধান থাকার আহ্বান
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট): শুক্রবার সন্ধ্যায় বিটিভিতে ফারজানা রুপার উপস্থাপনায় করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক সরাসরি অনুষ্ঠান এই সময় এ যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম। তিনি বলেন করোনার বিস্তাররোধে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য যেভাবে দেশ ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ পুলিশের সদস্যদের বেতনের একটা অংশ দেওয়া এবং বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে গুজব রটনা কারি কে চিহ্নিত করনে কঠোর অবস্থানে পুলিশ এবং সবাইকে নিজের জন্য দেশের জন্য পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান করেন বলেন বাসায় থাকুন নিরাপদ থাকুন । পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন জনগণকে সেবা প্রদানের পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী এবং পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রত্যেককে। পাশাপাশি, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে, যেনো কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়। অহেতুক মিথ্যা গুজব ছড়ানো পোষ্টে লাইক শেয়ার না দিতে সচেতন নাগরিক দের এবং সরকার নির্দেশিত সোশ্যাল ডিসটেন্সিং ও হোম কোয়ারেনটাইন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের বর্তমান সফল ধারা কে অব্যাহত রাখতে দেশ বাসির প্রতি অনুরোধ জানান। এছাড়াও যুক্ত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল জব্বার , স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ,ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা আলমগীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ডাঃ প্রনব কান্তি বড়ুয়া।