বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দুর্গাপুরে দোয়া মাহফিল
তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেও মোনাজাত করা হয়।
এ সময়, জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাবেক সিনিয়র যুগ্ন—আহবায়ক এম রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপি‘র আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব স¤্রাট গণি সহ দলীয় অন্যান্য ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
দলীয় কাযার্লয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ—দুঃখে পাশে ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতাকমীর্দের আহ্বান জানানো হয়।