বাগেরহাটের রামপালে বিএনপি নেতার নির্দেশে হামলা ৩ নারীসহ আহত ৬

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি : আধিপত্য ও মৎস্য খামারের বিরোধের জের ধরে রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জন নারীসহ মোট ৬ জন আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সুলতানিয়া গ্রামের রাস্তার মাথার মসজিদের সামনে বেলাল ব্যাপারী, তার ভাই বাকী বিল্লাহ ও ছেলে শাজাহান ব্যাপারীসহ কতিপয় সন্ত্রাসীরা হামলা করে। এ সময় তারা বলতে থাকেন, উপজেলা বিএনপি নেতা তুহিন ভাই নির্দেশ দিয়েছেন তোদের মেরে ফেলতে। এই বলে তারা ধারালো দা, খোন্তা ও লোহার রড নিয়ে প্রতিপক্ষ ভাগা গ্রামের শহিদ সরদারের ছেলে মো. সোহেল সরদার (৩০), সুলতানিয়া গ্রামের আবজাল শেখের ছেলে শেখ (৩৫) ও আকরাম সরদারের ছেলে বাবর সরদার (৪৫) কে বেধড়ক কুপিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ছুটে এসে ঠেকাতে গেলে আবজাল হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫), জামাল শেখের স্ত্রী আসমা বেগম (৩০) ও শহীদ সরদারের স্ত্রী সেলিনা বেগম (৫৫) কে মারপিট করে আহত করেন।
আহত সোহেল সরদার জানান, রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশ দিয়েছেন বলে কোপাতে থাকেন। তারা বলেন তোরা এলাকা ছেড়ে না গেলে তোদের মেরে ফেলবো বলে হুমকি দেয়। ওই সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন বেলাল ব্যাপারী, বাকী ব্যাপারীকে এমন কোন হুকুম দেয়া হয়নি। তারা দলের নাম করে এমনটি করে থাকতে পারে। আর তারা আমাদের দলের কেউ না।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভাগা এলাকায় মারপিটের ঘটনার খবর পেয়েই ফোর্স পাঠানো হয়েছে। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]