

রুমেন চৌধুরী, চট্টগ্রাম :
বেঙ্গল সিমেন্ট নিবেদিত আরটিভির পরিবেশনায় ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল সংগীত বিষয়ক প্রতিযোগিতা “বাংলার গায়েন” ২০২০।
২রা ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে আর টিভিতে পরিবেশিত হয় “বাংলার গায়েন” সংগীত প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতার অনুষ্ঠান।
এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে অধিকার করেছেন চট্টগ্রাম কক্সবাজারের সন্তান শাহরিয়ার চৌধুরী।
শাহরিয়ার মূলত ছোট বেলায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া অবস্থায় ওস্তাদ দীপলাল চক্রবর্তী কাছ থেকে সংগীতের তালিম শুরু করেন।
পিতা মোঃ ইলিয়াস ও মাতা জান্নাতুল ফেরদৌস এর দুই ভাইবোনের মধ্যে শাহরিয়ার একমাত্র ছেলে।
প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম ফিরলে শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত আত্মীয়-স্বজন সহ ভক্ত অনুরাগীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
বাংলার গায়েন শাহরিয়ার এ সময় বলেন, ছোট বেলায় থেকে মায়ের অনুপ্রেরণায় উৎসাহিত করেছে তাকে গানের প্রতি। গানের ক্ষেত্রে আরো ভাল কিছু করার জন্য সংগীত চর্চার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত সাত মাস আগে করোনা ভাইরাসের কারণে অনলাইনের মাধ্যমে আড়াই লক্ষ প্রতিযোগি অংশগ্রহণ করেন এই “বাংলার গায়েন” ২০২০ সংগীত প্রতিযোগিতায়।
ফাইনালে সাতজন প্রতিযোগিদের মধ্যে স্থান নির্ধারণ করেন সংগীত পরিচালক ইবরার টিপু, কন্ঠশিল্পী এস আই টুটুল ও সংগীত শিল্পী ও পরিচালক শওকত আলী ইমন।
ফাইনালে রাজশাহীর প্রতিযোগি রাসেল মৃধা প্রথম স্থান, নরসিংদী জেলা থেকে রাবেয়া সেতু দ্বিতীয় স্থান ও টাঙ্গাইল জেলা থেকে বিলকিস আক্তার তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।