বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
মুজিবুল হক,চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করেছে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)।এক কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের ৬০ স্টেশনে একযোগে বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত। অদ্য সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় অফিস ছাড়াও ৬০টি রেলওয়ে স্টেশনে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।এই জুলাই মাস থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ শেষ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।তাছাড়া এক কোটি গাছের চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং বাকী ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী। কোনো বিদেশি প্রজাতির গাছের চারা লাগানো হবে না বলে জানানো হয়। এর আগে আজকের কর্মসূচি সফল করতে ডিআরএম/চট্টগ্রাম এর নির্দেশনায় ডিসিও/চট্টগ্রাম জনাব আনসার আলী ও ডিটিও/চট্টগ্রাম জনাব ওমর ফারুক স্যারের সার্বিক তত্ত্বাবধানে ৬০ টি স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ ২১শে জুলাই(সোমবার)সকাল ১১ টা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার জনাব রতন কুমার,স্টেশন মাস্টার জনাব মোঃ জাফর আলম, পি এস এম মোঃ মাঈন উদ্দিন মামুন,টিএক্স আর জবাব জসিম উদ্দিন, সি আই/ আর এন বি জনাব সালামত উল্লাহ , ক্লেম ইন্সপেক্টর/ আর এন বি জনাব মাসুদ, এ এস আই / আর এন বি জনাব অজয়, এ এস আই /জি আর পি জনাম মেহেদি সহ অন্যান্য জি আর পি, আর এন বি সদস্য ও স্টেশনের কর্মচারীবৃন্দ।