বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত
আল হাবিব,সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।গত রোববার সকালে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের হলরুমে এই কমিটি গঠন করা হয়।কমিটি গঠনের আগে শিক্ষক আলমগীর আহমেদর সভাপতিত্বে র্দীঘসময় আলোচনা পর সর্ব সম্মতি ক্রমে শ্রী নগর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো.আব্দুল হালিমকে সভাপতি ও সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো.রুহুল আমিনকে মহাসচিব এবং কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো.মোখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সবাইকে অভিনন্দন জানানো হয়।