বাঁশ দিয়ে ‘লকডাউন’, ভেতরে দোকান খোলা

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশ দিয়ে পথরোধ করে পাড়া লকড ডাউন, কিন্তু ভেতরে দোকান খোলা রেখে চলছে বেচাকেনা।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এরকম ঘটনা পেয়েছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এরকম তিনটি গলির সন্ধান মেলে।

এই অভিযানে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সহায়তা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি, পতেঙ্গা) এহসান মুরাদ বলেন, “গলির মুখে বাঁশ দিয়ে তারা নিজস্ব ‘লকড ডাউন’ করেছে। সেই বাঁশের প্রতিবন্ধকতার বাইরে কয়েকজন লোক বসে থাকে। ভিতরে গলির মধ্যে চা দোকান, পান-সিগারেটের দোকান এমনকি কসমেটিক্স পণ্যের দোকানও খোলা।”

তিনি বলেন, “ওই দোকানদারদের জিজ্ঞাসাবাদে জেনেছি তারা চাঁদা তুলে বাঁশের প্রতিবন্ধকতায় পাহারা দেয়ার লোকজনকে দেন। তারা দিনভর পালা করে পাহারা দেয় আর বাইরে পুলিশ এলে সেটা ভিতরে জানিয়ে দেয়।”

তিনি বলেন, “এভাবে পাড়া-মহল্লা বন্ধ করার এখতিয়ার কারও নেই। পাহারা দেওয়ার কথা পুলিশের, তারা এভাবে আইন ভঙ্গ করছে।”

ওই তিনটি গলির প্রতিবন্ধকতা অপসারণ করেছে অভিযান দল। এসময় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানাও করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]