বরিশাল নলছিটিতে সাংবাদিক খান মাইনউদ্দিন এর উত্তর ঝুরকাঠি আজিজিয়া মাদ্রাসায় ৫০,০০০ টাকা চাদা দাবি, উত্তম মাধ্যম দেন স্থানীয় লোকজন

Share the post

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নলছিটি থানাধিন উত্তর ঝুরকাঠী গ্রামে সাংবাদিক খান মাইনউদ্দিন এর চাদাবাজিতে আতঙ্ক এলাকা বাসি। নলছিটি থানাধিন উত্তর ঝুরকাঠী গ্রামের আঃ আজিজ খানের ছেলে, তিনি কোন ভাবে প্রাইমারি থেকে ৫ম শ্রেনীতে উত্তীর্ণ হয়ে বরিশাল সদরের পত্রিকার এজেন্ট আলম বুক স্টলে লাইন ম্যান হিসেবে কাজ নেয়। তখন থেকেই সাংবাদিগতা হিসেবে পরিচয় দিতেন তিনি। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক কালবেলা পত্রিকায় বরিশাল প্রতিনিধী হিসেবে কাজ করছেন। নিজেকে তিনি অনেক বড় মাপের সাংবাদিক মনে করেন। উত্তর ঝুরকাঠি আজিজিয়া মাদ্রাসায় ৫০,০০০ টাকা চাদা দাবি করেন তিনি, মাদ্রাসা কর্তিপক্ষ তার নামে চাদাবাজি মামলা দায়ের করেন। তার বিরুদ্দে এলাকা বাসি ও মহিলা মেম্বর সাক্ষি দেওয়ায় তাদের পিছনে উঠে পরে লাগেন তিনি, গত ২৭/৫/২০২০ তারীখ বরিশাল রুপাতলি অগ্রহনী ব্যংকে মহিলা মেম্বর সহ কয়েক জন মহিলা পঙ্গু ভাতা উত্তলন করতে গেলে মহিলাদের কাছে টাকা দাবি করেন ও ঝামেলা সৃস্টি করেন ঐ সময় ব্যাংক কর্তিপক্ষ রাব ৮ এর সহযোগিতা নিয়ে তাকে বের করে দেয়। পঙ্গু ভাতা উত্তলন করে নিয়ে আসার পর পথ আটকে তাদের কাছে আবার চাদা দবি করে তিনি। টাকা না দিলে তাদের কার্ড বাতিল করে দিবে বলে হুমকি দেন ভুক্তভোগীদের, তারা হলেন সাফিয়া বেগম ও মনোয়ারা বেগম। তার ঝুরকাঠি গ্রামের বাসীন্দা। বিষয়টি ভুক্তভোগীরা তাদের আত্নীয় স্বজনদের সাথে আলোচনা করলে উক্ত সাংবাদিক কে ধরে উত্তম মাধ্যম দেন স্থানীয় লোকজন। পরে নলছিটি থানা পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে মিমাংসার চেস্টা করেন তিনি। স্থানীয় লোকজন সোহরাব মাঝি, সোহাগ, কবির ও মহিলা মেম্বর মাকছুদা বেগম উক্ত বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]