বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড লকডাউন করল এলাকাবাসী
শাওন অরন্য (সিনিয়র নিউজ রিপোর্টার বরিশাল): বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১১নং ওয়ার্ড লকডাউন। বরিশাল নগরীর বি,আই,পি শাখা সড়ক হইতে ব্যাটালিয়ন গেট পর্যন্ত ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এর সম্মতিক্রমে এবং এলাকাবাসীর সহায়তায় আজ থেকে লকডাউন করা হয়। সরকারী ভাবে যতোদিন লকডাউন থাকবে,ততোদিন অত্র এলাকাও সতর্কতার জন্য লকডাউন থাকবে। এলাকাবাসীরা জানান, সবার প্রতি অনুরোধ কেউ প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হবেন না,আর বহিরাগত কেউ এলাকায় প্রবেশ করলে তাকে প্রশাসনের হস্তগত করা হবে।ঘরে থাকুন,সুস্থ থাকুন।