বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
শাওন অরন্য(বরিশাল প্রতিনিধি): বরিশালে কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি (বাকবিশিস) বরিশাল জেলা সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মোঃমশিউর রহমান, অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, অধ্যাপক ইফতিয়ার হোসেন পান্না, মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, অধ্যাপক আঃ ছালাম, অধ্যাপক দুলাল মজুমদার, অধ্যাপক নিরঞ্জন হালদার, উপাধাক্ষ আনায়ারুল হক,অধ্যাপক টুনু রানী কর্মকার, অধ্যাপক মোঃ হুমাউন কবীর, শাহ আজিজুর রহমান, অধ্যাপক বাছেদ হোসেন, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ বসাক ও অধ্যক্ষ স্বপন চন্দ্র দাস প্রমুখ। “শিক্ষাব্যবস্থার আমুল পরিবর্তন এবং শিক্ষক-কর্মচারীদের আশু অর্থনৈতিক দাবী আদায়ের দুইধারার আন্দোলনকে একই সাথে শক্তিশালী করার জন্য সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বিজ্ঞান ভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে সফল করার জন্য সকল শিক্ষকের প্রতি আহবান জানান প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।