বরিশালে ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ব্যতিক্রমী আয়োজন

Share the post

শাওন অরন্য(বরিশাল): ৪০জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা ভালবাসা দিবস উদযাপন করেছে। আজ ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক কলনিতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষে বিকাল ০৩টা ৩০ মিনিটে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবস উপলক্ষ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শান্তা ইসলাম, মাইনুল, দোলা, তালিম আকাশ, সজীব, আতিক বাবু, চন্দন দাস, লতা, সুমাইয়া সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার, সম্পাদক মোঃ আবু কালাম, শিল্পী ও রাহিমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিক বাবু। চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবসে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর এই আয়োজন সত্যি প্রশংসনীয়। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন বলেন, ভালবাসা সবার জন্য, তিনি মনে করেন ভালবাসা দিবস বলতে নির্দিষ্ট কোন দিবস নেই। প্রতিটি দিবস ভালবাসার। আর এই সুবিধা বঞ্চিত শিশুদেরই সব থেকে বেশি দরকার ভালবাসার। তাই আমরা সবাই মিলে এই সব শিশুদের মাঝে ভালবাসা ভাগ করে নিতে চাই। আর তারই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ভালবাসা দিবসের এই আয়োজন শুরু করা হয়। পরে তাদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ০৫টা ৫০ মিনিটে এই আয়োজনের সমাপ্তি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]