বরিশালে আধিপত্য বিস্তারের জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিপক্ষের হামলায় ৪ ছাত্রলীগ কর্মী আহত
নিজস্ব প্রতিবেদকঃ আধিপত্য বিস্তারের জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিপক্ষের হামলায় ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এদের মধ্যে তিনজনকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান ও ফারহান শাহরিয়ার। এছাড়াও উচ্ছাস নামে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা জানান, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছিলেন। ওইসময় বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী ও প্রতিপক্ষ গ্রুপের তাহমীদ জামান নাভিদের নেতৃত্বে বেশকিছু অপরিচিতো যুবক বিকেলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ফাতাউর রাফি, জাহিদ ওরফে জিদান মোর্শেদ, ফরহান শাহরিয়ার ও উচ্ছাস আহত হয়। এসময় গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরলে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ওইসময়ের মধ্যেই গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আধিপত্য কিংবা ছাত্রলীগ-ছাত্রদলের কোন বিষয় নেই এখানে। আবাসিক হলের সিটকে কেন্দ্র করে দুটি সেশনের ছাত্রদের মধ্যে ঝামেলা। যে কারনে আজকের এ ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এদিকে ক্যাম্পাসের একটি সূত্র জানিয়েছেন, আহত এবং হামলাকারীরা ক্যাম্পাস ছাত্রলীগের নেতা মহিউদ্দীন আহমেদ সিফাতের অনুসারী ছিলেন।