বরিশালের ৩নং চরবাড়ীয়া ইউনিয়নে ৬০০ অসহায় পরিবার পেল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল।
বরিশালে ৩নং চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মাহতাব হোসেন সুরুজের সহযোগিতায় ৬০০ অসহায় দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেয়া হয়েছে। গতকাল ১০ মে (রবিবার) সকাল ১১টায় ৩নং চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর অসহায় দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেয়া হয়েছে।

প্রায় ২০০০ অসহায় দরিদ্র পরিবারকে এই উপহার সামগ্রী প্রদান কর হচ্ছে আর তারই ধারাবাহিকতায় ৬০০ অসহায় দরিদ্র পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সাবান ইত্যাদি। এসময় ৩নং চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মাহতাব হোসেন সুরুজ বলেন, দেশে করোনা প্রভাবের কারনে লক ডাউন ঘোষনা করা হয়েছে।

অনেক দিন মানুষ জন ঘর থেকে বের হতে না পারার কারনে অর্থ সংকটে আছে। অসহায় হয়ে পরেছে তাই এই সব অসহায় গরীব মানুষদের সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছেন। তাই আমরা সেই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও আমি ব্যাক্তিগত উদ্যোগে এলাকার ৩০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছি। আমি চাই আমার এলাকার গরীব অসহায় মানুষ যেন এই সংকটময় পরিস্থিতিতে যেন ভাল থাকে। ছবিঃ মোহাম্মদ ফয়সাল।