বগুড়ার শেরপুরে শত্রুতার জেরে কৃষকের সবজি চারাগাছ ধ্বংস

Share the post

রোকোনুজ জামান (রকি),বগুড়া জেলা প্রতিনিধিঃ শেরপুরে রাতের আধাঁরে কৃষকের জমির মরিচ ও লাউ গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক ২ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখে হতবাক হন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম। এ ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালশীমাটি (পূর্বপাড়া) গ্রামের কৃষক আব্দুর রহিমের জমিতে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান, কিছুদিন আগে আমি আমার নিজের প্রায় ১ বিঘা জমিতে দেড় হাজারের মত মরিচ চারা ও পাঁচশত লাউ গাছের চারা লাগিয়েছিলাম। মরিচ গাছগুলোতে মরিচ এবং লাউ গাছগুলোতে লাউ ধরা শুরু করেছে। যা থেকে এ বছর প্রায় ৩০ হাজার টাকা আয় হতো।

তিনি আরো বলেন, সকালে আমি জমিতে কাজ করতে গিয়ে দেখি প্রায় ২ শতাধিক মরিচ ও লাউ গাছ কাটা পড়ে রয়েছে। এতে আমার প্রায় অর্ধ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমার প্রতিবেশী মোঃ নুরুজ্জামান, মোঃ আঃ হালিম এবং মোঃ নাঈম হোসেনের সাথে আমার দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়ে কলহ বিবাদ চলে আসছিল। তাই আমার বিশ্বাস উপরোক্ত বিবাদীরা পুর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শত্রুতা বসত এ ধরণের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, […]

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

Share the post

Share the postইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে […]