বগুড়ার শেরপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫টি মাদক মামলায় গ্রেফতার ৭ জন
রোকোনুজ জামান (রকি),বগুড়া জেলা প্রতিনিধিঃ শেরপুরে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মামলায় বিভিন্ন জায়গা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।আসামিরা হলোঃ
১। মোঃ গোলাম মোস্তফা (৪৫), পিতাঃ শুকর আলি, গ্রামঃ শ্রীরামপুর পাড়া। (মামলা নং ৪৭)
২। মোঃ সেলিম (৩৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ, গ্রামঃ ঘোলাগাড়ী কলোনি। (মামলা নং ৪৯)
৩। লিটন (৩৪), পিতাঃ মৃত নূর ইসলাম, গ্রামঃ ঘোলাগাড়ী কলোনি। (মামলা নং ৪৯)
৪। মোঃ শামছুল হক ভাটু (৫৫), পিতাঃ মৃত ফকির আলি, গ্রামঃ নামের পাড়া ভবানীপুর। (মামলা নং ৪৬)।
৫। দীনেশ তাতী (৫৭), পিতাঃ মৃত সুশীল তাতী ও
৬। শরীফা রানী ওরফে ভেন্দো (৫০), স্বামীঃ দীনেশ তাতী, গ্রামঃ উভয়ের হাতিঘাড়া। (মামলা নং ৫০)।
৭। সাগর আলি (২২), পিতা মৃত নাসির আলি, গ্রামঃ উত্তর সাহাপাড়া। (মামলা নং ৪৮)।
শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের দিক নির্দেশনায় এস আই রবিউল ইসলাম, এএস আই বক্কর, এস আই সাম্মাক, এস আই শাহাদাত, এস আই শফিকুল এসব অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে দেশী চোলাই মদ, মদ বানানোর সরঞ্জাম, গাজা জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক অভিযানে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এবং এই অভিযান চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।