ফ্রি বুফে ইফতার বাজার
চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর উদ্যেগে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় ফ্রী বুফে ইফতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের চ,সি,ক মেয়র প্রার্থী মুক্তিযাদ্ধা এম রেজাউল করিম চৌধুরী

এতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ,ইসলামিয়া কলেজ সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি,যুবলীগ নেতা রাসেল,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ইসলামিয়া কলেজে ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃকরিম,মহানগর ছাত্রলূগের ক্রীড়াসম্পাদক আবু তারেক রনি,সহ সম্পাদক সাহারিয়ার হাসান,ইসলামিয়া

কলেজ ছাত্রসংসদ এর ভিপি ফয়সাল সাব্বির,ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, নগর ছাত্রলীগের উপ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ,সদস্য ফয়সাল অভি, পিংকি সাহা,ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,আসিফ আলভি,ইসলামিয়া কলেজ এবং বন্দর থানা সাংগঠনিক সম্পাদক মোঃ ইনজামামুল হক (নোভেল),ছাত্রসংসদের জিএস ডায়মন্ড,এজিএস নোমান সাইফ,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন,মোঃরাজু,নোবেল হক,শুভ ঘোষ,আবু কায়সার তুষার,আল আমিন,

রিয়াদ,আলবি,মাহফুজ,চিসতি,সজল,আসিকআকিব,অপি,ফয়সাল, সংগিতা ভট্টাচার্য, নুসরাত ইয়াসমিন ইতু, শারমিন আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ইসতা, সুলতানা তাসনিম শাকিলা, সায়মা আফরিন শশি, তানিয়া আকতার তিন্নি, নূরি তাজ সায়মা, শমিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ। বুফে ইফতারের এই আয়োজন প্রত্যেকটি থানার আওতাধীন যে কোন একটি জোনে চলমান থাকবে … বুফে আইটেম ছিলো ঃ ১ / ভাত ২/চিকেন ৩/ডিম ৪/চনা ৫/বেগুনি ৬/পিয়াজু ৭/আলুরচপ ৮/সালাত ৯/পানি ১০/ মাল্টা
